বিভিন্ন সমস্যা এবং তাদের সমাধান-
তোমার ১০ সংখ্যার মোবাইল নম্বর দিয়েছো কিনা চেক কর। নম্বর দেওয়ার পরে বা নাম পাশওয়ার্ড দেওয়ার পরে আর মোবাইলের Back Button টিপবে না। তোমার শ্রেণী লেখার জায়গায় ইংরাজি নম্বরে তোমার শ্রেনী লিখবে। যেমন সপ্তম শ্রেণীতে পড়লে 7 লিখবে ইত্যাদী।প্রথম বার চেষ্টা করে সফল না হতে পারলে ৩০মিনিট পরে আবার চেষ্টা করবে।
Sentence Sorting বা সাজানোর প্রশ্নে মোবাইল স্ক্রিনের নিচের দিকে যেতে পারছি না। আঙ্গুল লেগে Sentence গুলো নড়ে যাচ্ছে।সমাধান খুব সহজ। Sentence গুলির দুপাশের ফাঁকা জায়গায় টাচ করে তুমি মোবাইল স্ক্রীণ ওপরে নিচে করতে পারবে। ছবিতে দেখ-